International Microorganism Day 2021

//International Microorganism Day 2021

International Microorganism Day 2021

International Microorganism Day 2021

 

প্রতি বছর ১৭ সেপ্টেম্বরকে ‘International Microorganism Day’ হিসেবে বিশ্বব্যাপী উদযাপন করা হয়। ১৬৮৩ সালের ১৭ সেপ্টেম্বর অণুজীববিজ্ঞানের জনক, অ্যান্থনি ভন লিউয়েনহুক তার নিজের বানানো মাইক্রোস্কোপের নিচে দেখা অণুজীবদের সম্পর্কে জানিয়ে লন্ডনের রয়েল সোসাইটিকে একটি চিঠি দেন। তখন তিনি এই অণুজীবদের নাম দেন অ্যানিম্যালকুল, পরবর্তীতে যাদের আমরা জানি Microorganism বা অনুজীব হিসেবে। আর তাই, তিনটি ভিন্ন সংগঠন (Federation of European Microbiological Societies (FEMS), the European Academy of Microbiology (EAM) এবং the Portuguese Society for Microbiology) সম্মিলিতভাবে এই দিনটিকেই International Microorganism Day হিসেবে বেছে নিয়েছে।

আমাদের চারপাশে থাকা অগণিত অণুজীব এবং আমাদের জীবনে এদের ভূমিকা সম্পর্কে জানাই এই দিনটি পালনের মূল উদ্দেশ্য । তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে Bangladesh Society of Microbiologists (BSM) আয়োজন করছে এক অনুষ্ঠানের।

অণুজীব সম্পর্কে জানা-জানানোর এই প্রয়াসে অণুজীব বিজ্ঞান বিষয়ে দুইটি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

১। Quiz competitionঃ এইচ, এস, সি বা সমমানের শিক্ষাস্তরের যে কোন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে

২। Idea contestঃ দেশের যে কোন বিশ্ববিদ্যালয়ে যে কোন বিষয়ে পড়া শিক্ষার্থী অংশগ্রহন করতে পারবে। প্রতিযোগিতার জন্য এবারের বিষয় নির্ধারিত হয়েছে ‘Innovative approaches for control and management of infectious diseases’। Idea contest-এ অংশগ্রহণের জন্য অগ্রহী শিক্ষার্থীদের এই বিষয়ের উপর লেখা প্রস্তাবটি অনুর্ধ্ব ৩০০ শব্দের মধ্যে লিখে পাঠাতে হবে sangitabsm2020@gmail.com ঠিকানায় ১০ সেপ্টেম্বর, ২০২১ তারিখের মাঝে। এদের মধ্য থেকে শুধুমাত্র ১০ জন সুযোগ পাবেন ১৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখের মূল অনুষ্ঠানে নিজের প্রস্তাবটি ৩ মিনিটের মধ্যে উপস্থাপন করার। সবশেষে এই ১০ জনের থেকে ৩জন বিজয়ীকে বেছে নেয়া হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা নিচের লিংকে রেজিস্ট্রেশন করতে পারবেনঃ

Quiz competitionঃ

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfaFxPB7ZOkqNdVCnUFEQ_cDqDEX2Jyi4_QLSzSkBnRYsBG_g/viewform?usp=sf_link

Idea contestঃ

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSepCVv_-mTZpY9aNIpA-m8sG2CtlmUnl-j7tB2or_D10EUmKQ/viewform?usp=sf_link

রেজিস্ট্রেশন ফিঃ

এইচ, এস, সি বা সমমানের শিক্ষার্থীঃ ১০০টাকা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীঃ ২০০টাকা

রেজিস্ট্রেশন ফি বিকাশের নম্বরঃ 01714222009

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ৭ সেপ্টেম্বর, ২০২১

*প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকবে সার্টিফিকেট। তার পাশাপাশি বিজয়ী শিক্ষার্থীদের Bangladesh Society of Microbiologists কর্তৃক আয়োজিত পরবর্তী বার্ষিক সভায় অংশগ্রণের জন্য আমন্ত্রণের পাশাপাশি সার্টিফিকেট এবং পুরস্কার দেয়া হবে।

যে কোন জিজ্ঞাসায় যোগাযোগের জন্যঃ sangitabsm2020@gmail.com

2021-09-08T08:02:25+00:00